টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) এর নেতৃবৃন্দদের এর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) সংগঠনের নেতৃবৃন্দ।

আজ ১৭ ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ২টায় বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ ((রেজিঃ নং ২০১৫) এর সভাপতি আজম খান ও সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান ফকির ও সাধারণ সম্পাদক মোঃ লাভলু শেখ সহ সারা দেশের সকল ডিপোর সভাপতি ও সাধারণ সম্পাদক গন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগে (সিবিএ) নেতৃবৃন্দদ একযোগে জয় বাংলা স্লোগানে মেতে ওঠে।

পরে পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাহ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু সমাধিতে বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের নেতৃবৃন্দদেরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সকল বাধা অতিক্রম করে জাতীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের শপথ গ্রহণ করেন।

এরপর বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *