টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী মধুমতি নদীতে অনুষ্ঠিতব্য নৌকা বাইচের প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি হাবিবুর রহমান
মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী মধুমতি নদীতে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২২ (রোজ মঙ্গলবার) অনুষ্ঠিতব্য নৌকা বাইচের প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
এ লক্ষে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) তিনি সরেজমিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের আওতাধীন ঐতিহ্যবাহী মধুমতি নদীর তীর সংলগ্ন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নান্দনিক সৌন্দর্যে পরিবেষ্টিত ঘাটলা নৌকা বাইচের মূল ভ্যেনু পরিদর্শন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঘাটলা ও নৌকা বাইচের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উক্ত নৌকাবাইচ উপভোগ করতে বিশ্বের ৪১টি দেশের পুলিশ প্রধানগনের আসার কথা রয়েছে। প্রস্তুতিতে যেন কোন ধরনের ঘাটতি না থাকে সেজন্যই ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) জমিনে পরিদর্শন করেন। এসময় ভ্যেনু প্রস্তুতের কাজে নিয়োজিত সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর কাউন্সিলর মাঈনুল ইসলাম অপু সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।