গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি কমিশনের অন্যতম সদস্য সাবেক বিচারপতি এটিএম ফজলে কবির, সচিব (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান সহ কমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমালা অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আইন কমিশনের চেয়ারম্যান সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে '৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলমাচ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহ আইন কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের আগে আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক সমাধি-সৌধ মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় পরিচালিত মিলাদ মাহফিলে অংশ নেন।
এর আগে বেলা ১১টায় আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক, কমিশনের সদস্য সাবেক বিচারপতি এটিএম ফজলে কবির গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে সেখানে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাহাদাত হোসেন ভূইয়া, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।