টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বসুন্ধরা গ্রুপের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ রবিবার। দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মহিয়সি নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সায়েম সোবহান (আনভির) চেয়ারম্যান, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্যবস্থাপনা পরিচালক বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে দুস্থ ও অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে পরে টুংগীপাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং শেখ রাসেল শিশু নিকেতনে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় সেখানে বসুন্ধরা গ্রুপের পক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *