প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ৭:২৭ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দের শ্রদ্ধা নিবেদন
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" এক ভাষণে একটি জাতি। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন টুঙ্গিপাড়া পৌর পরিষদ।
রোববার (৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ তোজাম্মেল হক টুটুল নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার সচিব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু'র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ’৭৫—এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু'র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর (সংরক্ষিত আসন) রচনা বেগম, কুলসুম বেগম, পাপিয়া বেগম, কাউন্সিলর (সাধারণ আসন) মোঃ আলমগীর হোসেন, কাজী দেলোয়ার হোসেন, মঈনুল ইসলাম অপু, কাজী আরিফুজ্জামান, কাজী ফখরুল আলম, মোঃ ফায়েক শেখ, মোঃ চান মিয়া শেখ, মোঃ কেরামত মোল্লা, মোঃ নাসির শেখ, পৌর সচিব মোঃ জহির উদ্দিন, মেয়রের ব্যক্তিগত সহকারী অসীম বিশ্বাস সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত