গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে সুফলভোগী খামারীদের মাধ্যমে প্রাণী প্রদর্শনী করা হয়েছে।
আজ ৬ই জুন সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম এরসভাপতিত্বএ ও প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এএস এম আ: রাজ্জাকের তত্ত্বাবধায়োনে অনুষ্ঠান পরিচালিত হয়।
পশু পালনে মানুষকে উদ্বুদ্ধকরণ ও দুগ্ধ চাহিদা নিবারনের জন্য এবং সুস্থ পশু পালনের বিভিন্ন সুবিধাসমূহ ও নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এএসএম আ: রাজ্জাক করোনাকালীন জরুরি পরিস্থিতিতে প্রাণিসম্পদ সেক্টরের ডেইরি ও পোলট্রি খামারি উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে মনোবল বাড়ানো ও তাদের ব্যবসা চালু রাখতে সরকার নির্দিষ্ট সংখ্যক খামারিকে নগদ আর্থিক সহায়তা (প্রণোদনা) প্রদানের ঘোষণা দেয়।
এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ বদরুল হাসান, পাটগাতি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু সহ টুঙ্গিপাড়া উপজেলার সকল খামার মালিক,কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।