প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ১১:৫৩ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার রাত ১২ টা ১ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
সভায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়েরের সভাপতিত্বে পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার কারনে বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। করোনা মহামারীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে গেছে। কিন্তু বিএনপি, জামাত শুধু ষড়যন্ত্র করেছে আর বর্তমানেও করছে। তাই দলীয় নেতাকর্মীদের সব সময় সজাগ থাকার আহ্বানও জানান তারা।
পরে সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত