টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চাল বিতরণ
প্রতিনিধি টুঙ্গিপাড়াঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা পরিস্থিতিতে ঘর বন্দি ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার পাটগাতী গ্রামের চৌড়ঙ্গিতে কর্মহীন ও অসহায় ৩০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গির হোসেন, শেখ শুকুর ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর মইনুল ইসলাম অপু, পাটগাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য হাবিব মুন্সী ও অন্যান্য ব্যক্তিবর্গ।