টুঙ্গিপাড়ায় প্রথম স্ত্রীর মামলায় স্বামী ও দ্বিতীয় স্ত্রী কারাগারে ৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌতুকের দাবিতে মারধর ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার মামলায় ওয়ারেন্ট ভুক্ত মশিউর শিকদার (৫৫) ও তার দ্বিতীয় স্ত্রী মাহমুদা বেগম (২৫) কে আটক করেছে পুলিশ।

বুধবার রাত দুইটার দিকে তাদের খুলনার খালিশপুর থেকে আটক করা হয়। এছাড়া একই মামলায় ওয়ারেন্ট ভুক্ত মশিউর শিকদারের চাচাতো ভাই সাকাত শিকদার (৪৫) ও তার স্ত্রী পারভিন বেগমকে (৪০) টুঙ্গিপাড়ার চর-গোপালপুর থেকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটক মশিউর শিকদার টুঙ্গিপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত মোকলেছ শিকদারের ছেলে ও সাখাত শিকদার একই গ্রামের মৃত সিদ্দিক শিকদারের ছেলে। মশিউর শিকদার পেশায় একজন ট্রাকচালক। তার প্রথম স্ত্রীর দুইটি ছেলে মেয়ে রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল বাদীর বরাত দিয়ে দৈনিক শতবর্ষ কে জানান, মশিউর শিকদার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে গোপনে দ্বিতীয় বিয়ে করে খুলনার খালিশপুরে সংসার শুরু করে। পরে এপ্রিল মাসে বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রী মাহফুজা বেগম মামলা করতে চাইলে স্বামী মশিউর ও তার পরিবারের লোকজন তাকে ডেকে নিয়ে মামলা না করার হুমকি ও যৌতুকের দাবিতে মারধর করেন। তখন ২০২২ সালের ১২ মে আদালতে মামলা দ্বায়ের করেন মাহফুজা। এরপর বুধবার (১৯ মে) থানায় ওয়ারেন্ট আসলে ঐ দিন রাতে খুলনার খালিশপুর ও টুঙ্গিপাড়ার গোপালপুর থেকে একই সময়ে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আকটকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *