প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২২, ৫:১২ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় প্রথম বারের মত উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে আর্ট স্কুলের শুভ সূচনা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে আর্ট স্কুলের শুভ সূচনা করা হয়েছে। "মননে সৃজনশীলতা" প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল শনিবার বেলা ১২ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আর্ট স্কুলের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম এর উদ্যোগে ও উপজেলা শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় টুঙ্গিপাড়ায় এই প্রথম বারের মত আর্ট স্কুলের শুভ সূচনা করা হয়েছে
এ সময় সেখানে উদ্যোক্তাদের মধ্যে মোঃ কামরুজ্জামান তালুকদার (সাগর),পাটগাতি মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায়, শেখ পলিন, পাটগাতি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান( অনুষ্ঠান সঞ্চালক), মেহেদী হাসান এবং
অন্যান্য অতিথিদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তাওফিক বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ আইয়ুব আলী, অন্যান্য সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। আর্ট স্কুলের শুভ সূচনায় বিভিন্ন বিদ্যালয়ে থেকে আগত প্রায় ৫০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ আর্ট স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।