টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৪ শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলন কে সামনে রেখে শনিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, যুবলীগ সভাপতি হাসান আহম্মেদ কচি প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় কমিটির সদস্যদের দিকনির্দেশনা দিয়ে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। এছাড়া আগামী সংসদ নির্বাচনে বিএনপি, জামায়েত কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকেও লক্ষ্য রাখার জন্য নির্দেশ দেয়া হয়।