প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের শোক র্যালী ও শোক সভা
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের শোক র্যালী ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২রা আগষ্ট বুধবার সকাল দশটায় পৌর আওয়ামী লীগের কার্যালয় হতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একটি শোক র্যালীটি বের হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়ে শেষ হয়।
পরে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসের সঞ্চালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।
এসময় টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুলতান মোল্লা, শেখ তানজির আহমেদ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির মোল্লা, শহীদুজ্জামান মিলন, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিল্পী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কে পুরোপুরি সমর্থন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত