গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ অভিযান চলাকালে দুই জনকে ১০০ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ।
বুধবার রাতে পাটগাতী-গোপালগঞ্জ সড়কের টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনের সামনে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল।
আটক দুজন হলো টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের চর-গোপালপুর গ্রামের বাবুল শেখের ছেলে সাজ্জাদ আহম্মেদ রনি (৩০) ও চিতলিয়া গ্রামের মৃতঃ জয়নাল তালুকদারের ছেলে অমিত হাসান (২৬)।
টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল জানান, তার নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক বদিয়ার রহমান ও সাইফুল ইসলাম ১শ পিস ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দ্বায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।