টুঙ্গিপাড়ায় পাটগাতী বাজার আকস্মিক আগুন লেগে দুইটি দোকান ভষ্মিভূত


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আকস্মিক আগুন লেগে ২টি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত ১২ টার দিকে উপজেলার পাটগাতী কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন শ্রীরামকান্দি গ্রামের কাদের মোল্লা ও কুনিয়া গ্রামের ভীম সাহা। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর শরিফুল ইসলাম জানান, পাটগাতি কাঁচাবাজারে আকস্মিক আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে ফুটপাথের একটি জুতার দোকান ও একটি পানের দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে দুইটি দোকানের প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আগুনের সূত্রপাত সিগারেট অথবা মশার কয়েলের আগুন থেকে হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।