টুঙ্গিপাড়ায় পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১০ এপ্রিল ও ৫ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবন বৃত্তান্ত আগামী ১৬ এপ্রিলের মধ্যে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন বলেন, উপজেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ৫ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।
[11:16 PM, 4/7/2022] Sajel Sarker: টুঙ্গিপাড়ায় মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
নিহতের নাম আকাশ মন্ডল (১৮)। সে চিংগড়ী গ্রামের লক্ষন মন্ডলের ছেলে। ঐ কিশোর পরিবারের সাথে গ্রামের সনাতন ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতো।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল জানান, বেশ কিছুদিন ধরে আকাশ নামের ওই কিশোর তার বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তার বাবা ধান উঠার পরে মোবাইল কিনে দিতে চায়। কিন্তু সে অভিমান করে বৃহস্পতিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী বাগানে বরই গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে ঠাকুর করিবাজ নামের এক ব্যক্তি বাড়িতে খবর দিলে স্থানীয়দের সহায়তায় ফাঁস খুলে নিচে নামালে মৃত অবস্থায় দেখতে পায়।
তিনি আরও জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#