টুঙ্গিপাড়ায় নারীকে শ্লীলতাহানি; গ্রামীন ব্যাংকের সেন্টার ম্যানেজারকে ধোলাই

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা আদায়ের সময় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

এব্যাপারে গ্রামীন ব্যাংক টুঙ্গিপাড়া শাখার পাটগাতী ইউনিয়ন সেন্টার ম্যানেজার রওশন হাবিব রাজুর বিরুদ্ধে ওই নারীর স্বামী এ অভিযোগ তুলেছেন।

পরে অভিযুক্তকে সাথে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় মিমাংসা করতে আসেন গ্রামীন ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষ। তখন বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সেন্টার ম্যানেজার রাজুকে ধোলাই দেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার‌ দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী বলেন, ঋণের কিস্তির টাকা আদায় করতে গ্রামীন ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজু বৃহস্পতিবার দুপুরে পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে আমাদের বাড়িতে যান । তখন আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী রাজুকে কিস্তির টাকা দিয়ে দেয়। পরে রাজু আমার স্ত্রীর কাছে পানি চায়। আমার স্ত্রী তাকে পানি দেওয়ার জন্য ঘরে প্রবেশ করেন। এ সময় রাজু আমার স্ত্রীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেন। আমার স্ত্রী চিৎকার দিলে, ওই ব্যাংক কর্মকর্তা দ্রুত দ্রুত আমার বাড়ি থেকে সটকে পড়েন।

তিনি আরো জানান, এরপর আমার স্ত্রী আমাকে ও আমার বড় ভাইকে বিষয়টি জানায়। আমার বড় ভাই গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখা ম্যানেজার জয়দেব ঘোষকে বিষয়টি অবহিত করে। পরে মিমাংসার জন্য অভিযুক্ত রাজুকে সাথে নিয়ে জয়দেব ঘোষ সন্ধ্যায় পাটগাতী বণিক সমিতি কার্যালয়ের সামনে আসেন। ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ ঘটনা শুনে সেখানে উপস্থিত উত্তেজিত জনগন গ্রামীণ ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজুকে ধোলাই দেয়। তখন পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সহ আমরা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেই।

পাটগাতী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ঋণের কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ওই ব্যাংক কর্মকর্তা গৃহবধূর গায়ে হাত দেন। তখন সেটি ম্যানেজারকে জানালে সন্ধ্যায় মীমাংসা করতে তারা বণিক সমিতিতে আসেন। কিন্তু উত্তেজিত কিছু জনতা অভিযুক্ত রাজুকে মারধর শুরু করে। তখন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া তার কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ব্যাংকের ম্যানেজারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ।

এবিষয়ে গ্রামীন ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দেখছেন। তাই আহত রাজু সুস্থ হওয়ার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image