টুঙ্গিপাড়ায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ এর সাথে প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সাংবাদিকদের মতবিনিময়


টুঙ্গিপাড়ায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন প্রেস ক্লাব টুঙ্গিপাড়ার নেতৃবৃন্দ।
প্রেস ক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বিএম গোলাম কাদের এর নেতৃত্বে নবনিযুক্ত অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা গুলো সাংবাদিকদের জানান।
তিনি বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া কে একটি আদর্শ, ডিজিটাল ও সমৃদ্ধ টুঙ্গিপাড়া গড়তে বদ্ধ পরিকর। নবনিযুক্ত অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ আদর্শ টুঙ্গিপাড়া গড়তে তার গৃহীত পরিকল্পনা গুলোর মধ্যে বিশেষ করে মাদক,জুয়া, ইভটিজিং, এর বিরুদ্ধে বিশেষ জোর দিয়ে বলেন, আমি মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার।
তাই মাদক ও জুয়া নির্মূল করতে আমি সর্বদা প্রস্তুত এবং আমার সর্বোচ্চ চেষ্টা করতে অঙ্গীকারবদ্ধ। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত তন্ময় মন্ডল, প্রেস ক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বিএম গোলাম কাদের, সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন মুকুল, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক শতবর্ষ ( সম্পাদক) এসএম তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী বিশ্বাস মাসুম সহ প্রেস ক্লাবের আন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।