টুঙ্গিপাড়ায় নদীর পাড়ে মিলল নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ মে, রবিবার বিকালে উপজেলার দাড়িয়ারকুল নদীর পাড়ে মৃতদেহটি পাওয়া যায় বলে টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান জানান।

নিহত আরমান শেখ (২০) উপজেলার বর্ণি ইউনিয়নের গিমাডাঙ্গা মুন্সির চর গ্রামের তপু শেখের ছেলে।

তিনি ব্যাটারি চালিত ইজিবাইকের চালক ছিলেন।

ওসি আমিনুর বলেন, প্রতিদিনের মত শনিবার সকালে ইজিবাইক নিয়ে বের হন আরমান। ওই দিন দুপুর ২টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা হয়। তারপর থেকে পরিবারের কেউ আরমানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

তিনি বলেন, এরপর রবিবার বিকালে স্থানীয়রা দাড়িয়ারকুল নদীর পাড়ে মৃতদেহটি দেখে থানায় খবর দেন। তখন পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহের মাথায় ও থুতনির নিচে ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে। এখনও তার ইজিবাইকটি পাওয়া যায়নি। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *