"দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা" প্রতিপাদ্যাকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। র্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।