টুঙ্গিপাড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ড থেকে ও পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না মৃধা ও পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি মাসুদ মুন্সী।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বাড়ি থেকে পান্না মৃধা কে ও পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মাসুদ মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ করা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা বাধে তাদের। এসময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ। তখন পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *