সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত পূন্যভুমি টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। আজ ৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ঃ০০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে সর্বমোট ৮০০ শত মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
বিতরণ কৃত প্যাকেটটের মধ্যে ছিল চাল,ডাল,চিড়া ও সেনা পানি। জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রম আয়োজন করে।
এসময় সেখানে যশোর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা সহ টুঙ্গিপাড়ার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।