গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীরামকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার শ্রীরামকান্দি গ্রামের আসাদুজ্জামান শেখের ছেলে রকিবুল ইসলাম শেখ (৩৮), একই গ্রামের আব্দুল মালেক শরীফের ছেলে ইমদাদ শরীফ (৪০), মৃত কাঞ্চু শিকদারের ছেলে করিম শিকদার (৩৫)।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর এতথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার শ্রীরামকান্দি গ্রামের আফজাল সরদারের ফাঁকা জমির মধ্যে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৭ হাজার ২০ টাকা সহ তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোথাও মাদক বিক্রি ও জুয়া খেলা হয় তাহলে তাকে জানানোর জন্যও অনুরোধ করেন তিনি।