গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়ন নির্বাচনের পুরোপুরি উত্তেজনা চলছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী প্রার্থীগণ নেমেছে ভোটারদের মতামত গ্রহণের জন্য। যে যার মতো করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। টুঙ্গিপাড়া উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতেচান বন্দে আলী শেখ।
তিনি ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক। ইতিমধ্যে তিনি প্রচার-প্রসারে ব্যস্ত সময় পার করছেন। দলীয় মনোনয়ন পেতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে নৌকার মাঝির হবার দাবী জানান। সর্মথকরা জানান ছাত্র রাজনীতি করে উঠে আসা বন্দে আলী আওয়ামী লীগ পরিবারের সদস্য সন্তান। বন্দে আলী শেখ বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার রসায়ন বিভাগে ১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আহ্বায়ক ছিলাম।
পরবর্তীতে আমি ২০১০ সালে ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এই পর্যন্ত আমি একই পদে বহাল রয়েছে। এছাড়া আমি একাধিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং ২০১৮ সালে টুংগীপাড়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছি। তিনি আরো বলেন করোনাকালীন সময় দরিদ্র ২২৫০ পরিবারকে আমি আমার সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছে দেই। গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করছি। উন্নত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধ করছি।
আমি ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আশাকরি দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে।