টুঙ্গিপাড়ায় ডিবি পুলিশের হাতে অপহরণ চক্রের ১ সদস্য গ্রেফতার।

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার আজিমবাজার এলাকার তাহিন গ‍্যাং সহ চক্রের সদস্যরা সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মাহমুদুল হাসান মিলনকে ফেসবুকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টুঙ্গিপাড়া উপজেলার আজিমবাজার এলাকায় মাহামুদুল শেখের ছেলে জুবায়েরের বাড়িতে নিয়ে আসে।

১৭ ফেব্রুয়ারি, সোমবার রাতে চক্রের সদস্যরা মিলনকে অপহরণ করে এবং তাকে একাধিক বার শারীরিক নির্যাতন করে। এরপর১৮/০২/২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে কয়েক দফায় নগদ ও বিকাশের মাধ্যমে ৬১ হাজার ১৫০ টাকা নেওয়ার পর, মিলনের মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র রেখে উপজেলার মল্লিকের মাঠের পাশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাস্তার উপরে ফেলে চলে যায়।

এদিকে, অভিযুক্তরা তাদের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলেও, জুবায়েরের বাবা মাহমুদ শেখ কে ডিবি পুলিশের এসআই খান মোঃজোবায়ের (পিপিএম) এর নেতৃত্বে একটি টিম তাকে আটক করে এবং জোবায়েরের বোনজামাই গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্য কবিরুল সরদার কে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। ব্যবহারকৃত মোটরসাইকেলটি জব্দ করে । এবং অভিযুক্ত জুবায়ের দৌড়ে পালিয়ে যায় । এ ঘটনায় অপহরণের মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
এই তাহীন গ‍্যাংচক্র অপহরণ ধর্ষণ,খুন,মেয়ে দিয়ে ফোনের মাধ্যমে প্রেম করিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেলেদেরকে এনে বেধড়ক পিটিয়ে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে। কাউকে ছেড়ে দেয়, আবার কাউকে গুম করে ফেলে! টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ মানুষ এই চক্রের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে।এরা বিভিন্ন মামলায় আটক হয় আবার কিছুদিন পরে বের হয়ে যায়। সাধারণ মানুষ আতঙ্কে দিনরাত পার করে। এই চক্রের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালত এবং টুঙ্গিপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।
অপহরণ চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে স্থানীয়রা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *