টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও মুক্তিযোদ্ধর সংগঠক জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের কার্যালয়ে ৩ ( নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস এর সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম তাওফীক ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ তানজির আহমেদ আসলাম,সহ সভাপতি সুলতান মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।