করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে আজ রবিবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা মূলক কর্মসূচি এবং মোবাইল কোর্ট সহ সেই সঙ্গে মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধও করা হয়ছে। আজ ২৫শে জুলাই (লগডাউন এর ৩য় দিন) গোপালগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুর রহমান জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ এর উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান সকালে ১১ টা থেকে ১২:৩০ পর্যন্ত পাটগাতি বাস স্ট্যান্ড ও পাটগাতি বাজারে বিস্তৃত ছিল।
উক্ত অভিযানে বাহিরে অকারণে মাস্কবিহীন সাধারণ পথচারীদের কে ১০০ টাকা, হেলমেট বিহীন মটরবাইক চালকদের কাছ থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়। এসময় জনসাধারনের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুর রহমান বলেন, সারা দেশ সহ টুঙ্গিপাড়া দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জ জেলা প্রশাসন প্রথম থেকেই কাজ করছে। এবং ভবিষ্যতেও থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, মানুষকে সচেতন করতে পারলেই করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ।