টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের নেতৃবৃন্দের শ্রদ্ধা

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে বেসিক ব্যাংক লিমিটেডের মহা ব্যবস্থাপক আহম্মেদ হোসেন, মহা ব্যবস্থাপক হাসান তানভীর, মহা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, মহা ব্যবস্থাপক মোঃ মমিনুল হক, উপ-মহা ব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের আহ্বায়ক মোঃ মুছা খান, বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের সভাপতি শংকর তালুকদার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বেসিক ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক কে, এম, ওয়াহিদুল ইসলাম, কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন, ফকিরহাট শাখার ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন সহ বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের অন্যান্য শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপরে বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেডের কর্মকর্তাগণ ও নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *