গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান (এমপি)। আজ রবিবার দুপুর ২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারন সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফোরকান বিশ্বাস, আশুলিয়া উপজেলার প্রতিষ্ঠাতা আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।