টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রফেসর ড. সামসুল আরেফিন এর শ্রদ্ধা নিবেদন।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি চট্টগ্রাম ব্রাঞ্চের চেয়ারম্যান , ওয়ান বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, চুয়েট শিক্ষক সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু পরিষদ চুয়েটের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামসুল আরেফিন আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধি কমপ্লেক্স অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *