প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২২, ৫:২২ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ভুটানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়ের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভুটানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সফরসঙ্গী হিসেবে এসময় তার সহধর্মিণী ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর হোসেন কালু, সাবেক পৌর কাউন্সিলর রবিউল আলম রবি সহ রাষ্ট্রদূতের জন্মস্থান গোপালগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এরপর ভুটানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় বঙ্গবন্ধু সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত