টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সুপারের শ্রদ্ধা।


আজ শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন আর আরএফ রংপুর জেলা ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী সিরাজগঞ্জ জেলা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরে তিনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ ঘুরে দেখেন।