প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আ.লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা
মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি।
শনিবার (২৭ আগস্ট) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল পিএসসি (অব.) আবদুল হাফিজ মল্লিক এবং সদস্য সচিব মো. হাবিবুর রহমান সিরাজের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আবু সেলিম সহ অনান্য নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত