টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বীর মুক্তিযোদ্ধা সন্তান ব্যাচ -৯৯ এর কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সন্তান ব্যাচ -৯৯ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে বীর মুক্তিযোদ্ধা সন্তান (সার্জেন্ট) ব্যাচ-৯৯ সংগঠনের সভাপতি আতিক মাহমুদ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিমের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী ও সদস্য বৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে উক্ত সংগঠনের পক্ষে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নেতৃবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *