গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের নবনিযুক্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সফরসঙ্গী হিসেবে তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা '৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আলমাছ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম,বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া, সহকারী রেজিস্ট্রার (কোর্ট কিপিং) মিটফুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, সরকারি কৌঁসুলি এ্যাড. দেলোয়ার হোসেন সরদার, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সুনীল কুমার, সাধারণ সম্পাদক এ্যাড. এম. জুলকদর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিচারপতি মহোদয়গণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথক পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর তারা বঙ্গবন্ধুর আদি বাড়ি পরিদর্শন করেন।