টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এর শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধান বিচারপতির সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিনী ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর, গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমাছ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন, গোপালগঞ্জ জেলা জজশীপের অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *