ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের শ্রদ্ধা নিবেদন আজ 11ই আগস্ট মঙ্গলবার বেলা 12 টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পন করেন। টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম অবস্থানকালে তিনি জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় সেখানে গোপালগঞ্জের সিভিল সার্জন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য ও অভিমত লিখে স্বাক্ষর করেন।