টুঙ্গিপাড়ায় জয় বাংলা সম্বলিত টি-শার্ট বিতরণ

মুজিববর্ষের সমাপনী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতৃবৃন্দ ও জনসাধারণের মাঝে জয়বাংলা সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পুরনো আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী ও জনসাধারণের মাঝে প্রায় ৪ হাজার টি-শার্ট বিতরণ করা হয়।
এর আগে বাগেরহাটের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনার সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল এসব টি-শার্ট উপহার দেন।
এসময় টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুজ্জামান পান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *