টুঙ্গিপাড়ায় গাঁজা সহ যুবক আটক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ অভিযানে ৩০ গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার লেবুতলা এলাকা থেকে নাঈম তালুকদার (২৫) নামের ঐ যুবককে আটক করে থানার উপপরিদর্শক (এসআই) কেএম জাফর আলী।
আটক নাঈম তালুকদার ডুমুরিয়া ইউনিয়নের ওমর আলী তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় নিয়মিত মামলা রুজু শেষে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।
এত তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আফজাল শাহিন বলেন, পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে লেবুতলা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রবিবার থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।