টুঙ্গিপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর ডিলার আনিস কাজীর বিরুদ্ধে দূর্নীতীর অভিযোগ

করোনা দেখেও মানুষ হলিনা, মানুষ হবি কবে?

তোদের চুরি লুট এ ধরনীতে ইতিহাস হয়ে রবে।

অদ্ভূত এক জাতির দেশ বাংলাদেশ। একদল মানুষ জীবন বিপন্ন করে দেশের বিপদে লড়াই করে। আরেক দল মানুষ গরীবের খাবার চুরি করে ধনবান হয়। করোনা মহামারীর এই সংকটময় মুহূর্তে সরকার গ্রামে ৫০ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি ও শহরে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) বিশেষ কর্মসূচি পরিচালনা করছে। করোনা সংক্রমণের কারণে খাদ্যসংকটে পড়া মানুষকে স্বল্প মূল্যে চাল পৌঁছাতে গিয়ে উভয়সংকট তৈরি হয়েছে। একদিকে চাল আনতে গিয়ে তৈরি হচ্ছে ভিড়, ঠেলাঠেলি এতে করোনা সংক্রমণের ঝুঁকিও নতুন করে বাড়ছে। আবার অন্য দিকে একদিকে ওই চাল কালোবাজারে চলে যাচ্ছে। এবার টুঙ্গিপাড়ায় ও ধরা পড়লো তেমন একটি চোরাকারবারি।

টুঙ্গিপাড়ায় ওএমএস এর ডিলার মোঃ আনিস কাজী স্থানীয় মৃত্যু রতন শরিফ এর ছেলে মোঃ আলী আকবর শেখ এর কাছে গত ১১-০৯-২০২১ তারিখে সকালে চার বস্তা আটা বিক্রি করে। বিক্রির পর আজ বৃহস্পতিবার সকালে আলী আকবর টুঙ্গিপাড়া খাদ্য গুদাম থেকে ঐ চোরাচালানের পন্য স্থানান্তর করার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে।

পরে সংবাদ পেয়ে প্রত্যক্ষদর্শীরা প্রশাসন কে অভিহিত করলে সাথে সাথে ঘটনা স্থলে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান পৌঁছে চোরাচালানের পন্য জব্দ করে টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওজিউর রহমানের কাছে হস্তান্তর করেন। এঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। প্রত্যক্ষদর্শী সহ ভুক্তভোগীরা জানান যে, এমন চোর-দূর্নীতিবাজ দের কারনে তাদের  প্রতিদিন এখানে এসে রোদ বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থেকে ও দিন শেষে খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়‌। এসময় ভূক্তভোগি সহ সর্বস্তরের জনগণ ওএমএস এর ডিলার অভিযুক্ত আনিস কাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *