বিশ্বের বহু দেশে মানুষ যখন করোনা ভাইরাস প্রতিরোধে টিকা পেতে ব্যস্ত, ঠিক তখনই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক দূরদর্শীতা ও বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ সবার আগে করোনার টিকা পেয়েছে।
সারাদেশের ন্যায় আজ রোববার (৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা টিকা প্রদানের কর্মকাণ্ড শুরু হয়েছে। সকাল ১০ টা ২০ মিনিটের সময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা (কোভিড-১৯) ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন ব্যক্তিকে টিকা প্রদান করা হয়।
চিকিৎসক-নার্স -স্বাস্থ্যকর্মী, উপজেলায় কর্মরত কর্মকর্তা, পুলিশসহ যারা করোনাকালীন সময়ে ফ্রন্টলাইনের সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করেছেন তাদেরকে এ টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকেই এ কার্যক্রমের আওতায় আনা হবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন ও টুঙ্গিপাড়া থানারঅফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম প্রথমে টিকা নিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় সেখানে স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান বিশ্বাস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।