টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন উপজেলা প্রশাসন


টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাস আক্রান্তদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ ও সচেতনামূলক প্রচার করেন উপজেলা প্রশাসন। এ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি, চাল ১ কেজি তেল, ১ কেজি লবণ ও আধা কেজি করে চিনি ও ডাল।
আজ সোমবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের চারটি পরিবারের মাঝে উপজেলা করণা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফায়েক শেখ সহ উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।
এ সময় একেএম হেদায়েতুল ইসলাম জানান স্থানীয় কাউন্সিলর এর মাধ্যমে আক্রন্ত চারটি পরিবারের অসুবিধার কথা জেনে আমরা তাদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি আরো বলেন গ্রামের মানুষ করোনায় বেশি আতঙ্কিত তাই করোনাকে ভয় না করে সাহস নিয়ে মোকাবেলা করার আহ্বান জানান।