টুঙ্গিপাড়ায় উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ‌ দিবস।

 আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চ। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু রেসকোর্সের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) মাঠে তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেন। গোটা জাতির অধীর অপেক্ষায় ছিল এই ভাষণের জন্য। দেশব্যাপী বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে সোমবার (০৭ মার্চ) সকালে প্রথমে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ধারাবাহিক ভাবে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষদোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সেখানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, শেখ শুকুর আহম্মেদ, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, দপ্তর সম্পাদক আব্দুর সামাদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম দোয়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইমরান, কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজালাল সহ সরকারি বেসরকারি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *