টুঙ্গিপাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী পালিত


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের মসজিদ প্রাঙ্গণে এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকারামের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাস-উ-দুল হক লাবিব সহ প্রমূখ।
এ সময় বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) জীবনী নিয়ে আলোচনা করেন। এছাড়া ধর্মপ্রাণ মুসলমানদের তার আদর্শে আদর্শিত হওয়ার জন্য আহ্বান করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ মসজিদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।