গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিএনজি ও ইজিবাইক সংঘর্ষে নুরুজ্জামান (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এবং আহত হয়েছে আরো ৪ জন।
আজ সকাল ০৬ঃ২৯ মিনিট সময় টুঙ্গিপাড়া থেকে ঘোনাপাড়াগামী সড়কের নিলফা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
অদ্য ১১/০১/২০২২ খ্রিঃ তারিখ ০৬ঃ২৯ মিনিট সময় টুঙ্গিপাড়া থেকে ঘোনাপাড়াগামী নাম্বারবিহীন ০১ টি ইজিবাইককে পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ০১ টি মাহেন্দ্রা (পলাতক) নিলফা বাজার অতিক্রম কালে পিছন থেকে ধাক্কা দিলে ইজিবাইক চালক ও ০৪ জন যাত্রী মোট ০৫ জন গুরুতর আহত হন।
সংবাদ পাওয়ার পর টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর স্টেশন অফিসার জনাব খান এহসান-উল আলম এর নেতৃত্বে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ০১ জন আহত যাত্রী নুরুজ্জামান(৫০), পিতা- মোতালেব, জেলা:নড়াইল, কে মৃত বলে ঘোষণা করেন।
আহতরা হলেন আল-আমীন(৩৫), পিতা- আজিজুল ; ইমন শেখ (২৫), পিতা- আজিজুল, শেখ শফি (৩৭), পিতা- মোয়াজ্জেম ও মোঃ বাবুল শেখ (৪৫), পিতা- আব্দুল জলিল , টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।