পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। এই ফুটবল নিয়ে বাংলাদেশে যেন মাতামাতির শেষ নেই। কাতার ফুটবল ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে শনিবার রাত ১ টায় মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা- নেদারল্যান্ড। তাই আর্জেন্টিনার সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর বাইক শোভাযাত্রা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলার পাটগাতী বাজারের পৌর সুপার মার্কেট থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। এসময় সমর্থকদের গায়ে আর্জেন্টিনার জার্সি ও পতাকা শোভা পাচ্ছিলো। প্রায় ঘন্টাব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রায় মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে বিভিন্ন শ্লোগানও দিচ্ছিলো সমর্থকেরা।
আর্জেন্টিনার সমর্থক আহসান আল মামুন বলেন, আমরা আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবেসে সাপোর্ট করি। শনিবার রাতে নেদারল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে। এই প্রত্যাশায় আর্জেন্টিনার সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। এবারের বিশ্বকাপ মেসি বাহিনীর হাতেই উঠবে।
অন্য সমর্থক আশিকুর রহমান সাহেদ বলেন, প্রতিবারের মতো এবারও আমরা আর্জেন্টিনা সমর্থন করি। এবার কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জয় প্রত্যাশা করে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
আরেক সমর্থক তিতাস শেখ বলেন, এটা মেসির শেষ বিশ্বকাপ। আমরা চাই কাতার ফুটবল বিশ্বকাপে ফাইনাল খেলুক আর্জেন্টিনা-ব্রাজিল। ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ উঠুক আর্জেন্টিনার হাতে। তাহলে ব্রাজিল সমর্থকদের লাফালাফি কমবে।