টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া
আজ ১৩ অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে’- এই প্রতিপাদ্যকে নিয়ে বরাবরের মতো এবারও নানা আয়োজনে দিনটি উদযাপন করছে সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে দুর্যোগ-ঝুঁকি হ্রাস এবং ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত দেশ গড়তে সবাইকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি প্রশমনে সব সরকারি-বেসরকারি সংস্থা, গণমাধ্যম ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস২০২১ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। স্টেশন অফিসার জনাব খান এহসান-উল আলম এর নেতৃত্বে তৈলের আগুন নির্বাপন, গ্যাসের আগুন নির্বাপন, ঘরের আগুন নির্বাপন সহ বিভিন্ন ধরনের নজেল ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও সুধিজন উপস্থিত ছিলেন।