প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা কে আটক করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে টুঙ্গীপাড়া থানা পুলিশ তাদের আটক করেন । আটককৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক (দুলু) এবং পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড সভাপতি মিঠু মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম তাদের স্ব-ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ইমদাদুল হক (দুলু) গওহরডাঙ্গা গ্রামের রায়হান উদ্দিন খান এর ছেলে । এবং মিঠু মোল্লা একই গ্রামের ইসহাক মোল্লার ছেলে ।
এ বিষয়ে টুঙ্গীপাড়া থানার সূত্রে জানা যায়, তাদেরকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে টুঙ্গীপাড়া খান সাহেব মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় এর সামনে পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত