টুঙ্গিপাড়ায় অবৈধভাবে মুক্তিযোদ্ধার জমি দখল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাই বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা মৃত্যু প্রফুল্ল কুমারের সম্পত্তি জোরপূর্বক দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা।

সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে, তথ্যানুসদ্ধানের এক পর্যায়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৃত্যু প্রফুল্ল কুমারের ছেলে বিপ্লব কুমার মন্ডল কান্না জড়িত কন্ঠে বলেন যে, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা মৃত প্রফুল্ল কুমারের রেখে যাওয়া সম্পদ এক‌ই এলাকার প্রভাবশালী (১) অপূর্ব গাইন, পিং শিবনাথ গাইন, (২) রিপন গাইন, পিং নিল রতন গাইন, (৩) রাজিব বাছাড়, পিং মহানন্দ বাছাড়, (৪) লিপন বসু, পিং অনিল বসু, (৫) বিধান বাইন, পিং মৃত্যু ধীরেন বাইন, (৬) নিত্ত বাইন, পিং নরেন বাইন, (৭) সজল পান্ডে,। পিং লক্ষিকান্ত বাইন (৮) শিশির বাইন, শিবনাথ বাইন আমার বাবার রেখে যাওয়া সম্পদ অবৈধ ভাবে দখল করে আছে। আমি আমার বাবার সম্পত্তি দখল করতে গেলে তারা আমার উপর অতর্কিত হামলা ও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করলে বিষয়টি তারা গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। এমতাবস্থায় আমি নিরুপায় ও অসহায় জীবন যাপন করছি। এসময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন যে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু তার সেই সম্মান মাটির সাথে মিলিয়ে দিয়ে অবৈধ ভাবে দখল করে আমার উপর নির্যাতন চালাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ টুঙ্গিপাড়ার রাজনৈতিক ও প্রশাসনিক ব্যাক্তিবর্গের কাছে সুষ্ঠু বিচার চাই ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *