গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিম্ন আয়ের অটোরিকশা চালকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার টুংগীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। আজ ২৮ শে জুলাই বুধবার করোনা মহামারীর এই ক্রান্তিলগ্নে ২২৩ জন নিম্ন আয়ের অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌছে দিয়েছে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্থবিধী মেনে ত্রান বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক বিতরণকৃত প্রতিটি ত্রাণের প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি তেল,১ কেজি ডাল ও ২ কেজি লবণ।
উক্ত ত্রান বিতরণ কালে সেখানে টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলোন মোল্লা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।