প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ণ
টুংগীপাড়া বঙ্গবন্ধু সমাধিতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের নব নিযুক্ত মহাপরিচালক ডা হাসান শাহরিয়ার কবির শ্রদ্ধা
আজ ২৩শে সেপ্টেম্বর ২০২২ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের নব নিযুক্ত মহাপরিচালক ডা হাসান শাহরিয়ার কবির পুস্তকবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।
বাংলাদেশের জনগণের পুষ্টি স্তর উন্নয়নে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ প্রতিষ্ঠা করেন। এই পরিষদ প্রতিষ্ঠা জাতির পিতার দূরদর্শী চিন্তারই প্রতিফলন। জনগণের পুষ্টির স্তর উন্নয়নে এবং জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ নিরলস কাজ করে যাচ্ছে।
২০১৫ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুনর্গঠিত বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ গঠিত হয়। জাতির পিতার প্রতি সম্মান জানাতে এই পরিষদের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের নব নিযুক্ত মহাপরিচালক ডা হাসান শাহরিয়ার কবির। এসময় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের পরিচালক, উপ পরিচালক এবং সহকারি পরিচালকসহ অন্যান্য কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত